বাসস
  ১১ মে ২০২৩, ১৩:১৯

এক সপ্তাহের মধ্যে ভারতে স্বর্ণ মন্দিরের কাছে তৃতীয় বিস্ফোরণ

অমৃতসর (ভারত), ১১ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির এলাকায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় একটি বিস্ফোরণে কেঁপে ওঠে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। বৃহস্পতিবার ভারতীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে কবলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, ‘এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল এটি নিয়ে কাজ করছে।’
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
আগের দুই বিস্ফোরণে দুইজন আহত হয়। এ দুই বিস্ফোরণের একটি সোমবার এবং আরেকটি গত সপ্তাহান্তে ঘটে। পুলিশ এখন পর্যন্ত এসব বিস্ফোরণে কারণ জানাতে পারেনি।
পাঞ্জাব রাজ্যের এ স্বর্ণ মন্দির সারাবিশ্বের শিখদের কাছে একটি পবিত্র স্থান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়