BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৬ জুলাই ২০২২, ১২:০৯
আপডেট  : ২৬ জুলাই ২০২২, ১২:১১

২০২০ সালে পরাজিত হওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে ট্রাম্প

ওয়াশিংটন, ২৬ জুলাই, ২০২২ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো তিনি মঙ্গলবার ওয়াশিংটনে ফিরে আসলেন। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার ফলাফল উল্টে দিতে চালানো তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি হোয়াইট ছেড়ে যান। খবর এএফপি’র।
মিত্র পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ক্ষমতায় আসার লক্ষ্যে জোরালোভাবে পেছনে লেগে রয়েছেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ছড়িয়ে পড়া দাঙ্গা বিষয়ে ডেমোক্রেটিক পরিচালিত প্রতিনিধি পরিষদের একটি কমিটির শুনানিতে তিনি হাজিরা দেবেন। কয়েক সপ্তাহ ধরে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ওই সময় ট্রাম্প সমর্থকরা জোরপূর্বক কংগ্রেসে প্রবেশ করে নির্বাচনের ফলাফলের অনুমোদন বন্ধের চেষ্টা চালায় যা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি বিরল ঘটনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন