BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০২ জুলাই ২০২২, ১০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২২, ১৫:২৬

ইরানে ভূমিকম্প ॥ ৫ জন নিহত

তেহরান, ২ জুলাই, ২০২২(বাসস ডেস্ক): ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে এ কথা বলা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, শনিবার হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস থেকে এক’শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয় দশমিক শূন্য।
প্রদেশটির গভর্ণর মাহদি দোস্তি বলেন, ভূমিকম্পে পাঁচজন নিহত  ও ১৯ জন আহত হয়েছে।
ইরানে ১৯৯০ সালে এক ভয়াবহ ভূমিকম্পে ৪০ হাজা লোক নিহত হয়েছিল। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন