বাসস
  ২৫ জুন ২০২২, ২১:২২
আপডেট  : ২৭ জুন ২০২২, ০৯:১৮

পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

ঢাকা, ২৬ জুন, ২০২২ (বাসস) :  যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মুন্সিগঞ্জের মাওয়ায় এক বণার্ঢ্য অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদেশী কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টোলপ্লাজায় প্রথম টোল দেন এবং এরপর তিনি সেতুর মাঝামাঝিতে আকাশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শিত সেতুর ভার্চুয়াল রংধনু আকারের এয়ারিয়াল শো উপভোগ করেন।
রাষ্ট্র মালিকানাধীন সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩টি রুটে বাস পরিচালনা করবে। বিআরটিসি’র চেয়ারম্যান বাসসকে বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৬৫ বাস পরিচালনা করব। এর অধিকাংশই এসি বাস। তিনি বলেন, বর্তমানে শুধু খুলনা ও যশোর রুটে বিআরটিসি বাস চলে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি পরিবহন কোম্পানির এসি ও নন এসি বাসও আজ সকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়