বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা ইসির 

ফাইল ছবি

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্শ্ববর্তী উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে উক্তরূপ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’