শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে।
তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে।’
আজ গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ : জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রচর্চার ওপর এখন ক্রমবর্ধমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব আলোচনার মাধ্যমেই প্রকৃত গণতন্ত্রের উন্মেষ ঘটবে।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমল থেকে গণতন্ত্রকে বারবার ব্যর্থ ও ধ্বংস করা হয়েছে। এবার জুলাই আন্দোলনের যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করেছেন।‘
তিনি বলেন, ‘বিএনপি এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করা যাবে, ততই দেশের জন্য মঙ্গলজনক হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘পিআর ব্যবস্থা এখনো দেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়।’
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি এখনো চায় সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটি জাতীয় সরকার গঠন করুক, আর সে লক্ষ্যে নির্বাচনই একমাত্র পথ।
আলোচনা সভায় কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফারহাদ মজহার, গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনও বক্তব্য রাখেন।