বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৮:০৮

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর ১২ এ একথা বলা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থেকে আদেশটি আজ জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়।

আদেশের ১৩এ সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা হবে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর যেসকল সংস্কার অবিলম্বে কার্যকর করা সম্ভব, তাহা অবিলম্বে কার্যকর করা হবে এবং এইক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে। সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর ৩০ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation-PR) পদ্ধতিতে জাতীয় সংসদের একটি উচ্চকক্ষ গঠন করা হবে এবং এর কর্মপরিধি নির্ধারণ করা হইবে। গঠিত উচ্চকক্ষের মেয়াদ-এর শপথ গ্রহণের তারিখ হতে জাতীয় সংসদের নিম্নকক্ষের মেয়াদের শেষ দিবস পর্যন্ত হবে।

এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের সময় জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যে-কোনো প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে পরিষদ প্রয়োজনীয় বিধান প্রণয়ন করতে পারবে এবং সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারবে।