বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার আজ বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন। ছবি: ক্যাব

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর আরো কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার রাজধানী ঢাকার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি’র (সিএএবি) সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

তারা বিমানখাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।