বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ২০:২১
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:৪৮

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের দিকে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ ( বাসস) : স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশানের নিজ বাসভবনে থেকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা করেছেন তিনি।

এসময় বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।