বাসস
  ১২ আগস্ট ২০২৫, ০৯:৪০
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৩

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কুয়ালালামপুরের পুত্রজায়ায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

কুয়ালালামপুর, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে আজ সকালে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি,জ্বালানি সহযোগিতা,শিক্ষা,পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।