বাসস
  ০৭ এপ্রিল ২০২৪, ১৪:০১

অস্ট্রেলিয়ায় বন্যার ঘটনায় উদ্ধার করা হয়েছে কয়েকশ’ মানুষ

সিডনি, ৭ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ায় ব্যাপক বন্যার কারণে রোববার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে কয়েকশ’ মানুষ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
জরুরি সার্ভিস জানায়, সপ্তাহান্তের শুরুতে প্রবল বর্ষণের কারণে উত্তর-পূর্ব সিডনির প্রায় ৩০০ ঘরবাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি ব্যবস্থাপনা বিষয়ক ফেডারেল মন্ত্রী ক্যাথরিন কিং বলেছেন, বন্যার পানি খুব অল্প সময়ের মধ্যে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে।
কিং আরো বলেন, ‘নিউ সাউথ ওয়েলস সরকার এ বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এ বিপর্যয়ের প্রভাব বোঝার চেষ্টা করছে।’
জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী জিহাদ দিব বলেছেন, জরুরী কর্মীরা শুক্রবার থেকে বন্যা কবলিত প্রায় ২০০ জনকে উদ্ধার করেছে। বন্যার কারণে বেশ কিছু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রায় ৫,০০০ স্বেচ্ছাসেবক রাতভর কাজ করে।
গবেষকরা বারবার সতর্ক করে আসছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, দাবানল এবং ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়