বাসস
  ০৯ মে ২০২৫, ১৪:১৪
আপডেট : ০৯ মে ২০২৫, ১৬:২১

হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র আইভী

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৯ মে, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই নির্দেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডা. সেলিনা হায়াত আইভীকে।

আইভীর কারাগারে পাঠানোর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, সাবেক মেয়র আইভীকে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।