শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন আজ মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আগমন করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’’ পরিদর্শন-এর উদ্দেশ্যে তিনি ঘাঁটি জহুরুল হকে আসেন।
এ সময় তিনি বিভিন্ন সাবজেক্ট মেটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ (এসএমইই) সাইট পরিদর্শন করেন এবং এসএমইই কার্যক্রম সার্চ এন্ড রেসকিউ মেরিটাইম এন্ড ফ্লাড অপারেশন এবং ক্রিউ রিসোর্স ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করেন।
পরে, তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান। এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহড়া চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।