বাসস
  ০৫ মে ২০২৫, ১৯:২০

কমোডর এম রাশেদ সাত্তারকে জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস নিয়োগ

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : সরকার নৌবাহিনীর কমোডর এম রাশেদ সাত্তারকে জাতীয় সংসদে নতুন সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে নিয়োগ দিয়েছে। তার পূর্বসূরি কমোডর সাব্বির আহমেদ খানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে, পরে তাকে নৌবাহিনীতে পুনরায় সংযুক্ত করা হবে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সার্জেন্ট অ্যাট আর্মস হলেন সংসদ ভবনের অভ্যন্তরে শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রোটোকল বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা, বিশেষ করে অধিবেশন চলাকালীন তারা আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের সমতুল্য একজন নৌবাহিনীর কমোডরকে সাধারণত জাতীয় সংসদে ডেপুটেশনে এই দায়িত্ব দেওয়া হয়।