শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ এর সুপারিশসমূহ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিটটি করেছেন। রিটে বলা হয়েছে, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
আগামীকাল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হতে পারে বলে আজ জানান রিটকারি আইনজীবী।
সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।