বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৭:০৯

ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে : মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বুধবার রাজশাহী বিশ্বিবদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনতায়নে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন। ছবি : বাসস

রাবি, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে। 

তিনি বলেন, ‘গোপালগঞ্জের এই ঘটনা জুলাইয়ে যারা আমরা একসঙ্গে লড়াই করেছিলাম, তাদের জন্য একটি ওয়েকআপ কল। এ রকম অবস্থা চলতে থাকলে, আবারও অধিকার আদায়ে আমাদের রাস্তায় নামতে হবে।’

বুধবার রাজশাহী বিশ্বিবদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনতায়নে ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’- শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান আরো বলেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে। আমার একটি প্রতিবেদন ‘জবানে লাগাম দিন’-এ আমি বলার চেষ্টা করেছিলাম যে,  জুলাই যোদ্ধারা যদি রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে যায়, তারা যদি একে অপরকে বিনাশ করার জন্য রাস্তায় নামে, তাহলে তার পরিণতিতে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। কাকতালীয়ভাবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ‘অনেকে বলে জুলাই বিপ্লবের পেছনে আবেগ কাজ করে না। কিন্তু আমি মনে করি আবেগটাই সব। আবেগের কারণেই মানুষ জীবন দেয়। আবেগ না থাকলে মানুষ জীবন দিতে পারে না।’