শিরোনাম

নড়াইল, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার এসএম সুলতান সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ভ্যান চালক ইমরান হোসেনও (২৪) গুরুতর আহত হন।
নিহত মেহেদী হাসান জেলার কালিয়া উপজেলার পেড়লী-শীতলবাটি গ্রামের মনিরুজ্জামান এর পুত্র। মেহেদী পরিবারের সঙ্গে শহরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় বসবাস করতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ভ্যানযাত্রী ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলি মিয়া বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।