বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৩৯

মাগুরায় জেলা কর্মধার কমিটির সভা অনুষ্ঠিত

জেলা কর্মধার কমিটির সভা অনুষ্ঠিত ।ছবি: বাসস

মাগুরা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে জেলা কর্মধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, রাজস্ব আদায়, ভূমি ব্যবস্থাপনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।

এতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় মতামত তুলে ধরেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।