বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৮

সিরাজগঞ্জে সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে স্মরণ সভা ।ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ ও বাংলাদেশ বেতারের প্রাক্তন সিরাজগঞ্জ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় সিরাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় তার কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। 

এ সভায় বক্তব্য দেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও আমার দেশ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, দৈনিক করতোয়া সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন, চ্যানেল ২৪ সিনিয়র রির্পোটার ও প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, জিটিভি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল আলম খান ছিলেন নৈতিকতা ও সাহসিকতার প্রতীক। সাংবাদিকতার দীর্ঘ জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার লেখনী ছিলো অতুলনীয়। মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি প্রিয় রফিকুল আলম খান ভাই যেনো জান্নাতবাসী হন।

আলোচনা শেষে মরহুম রফিকুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম রইসী।