বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

টাঙ্গাইল, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেলটি ৩ জন আরোহী নিয়ে ফিরছিল। পথে বাসাইল কলেজের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর গায়ের উপর উঠিয়ে দেয় এটি। এতে ঘটনাস্থলেই পথচারী এবং মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তথ্য নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় বাসাইলের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।