শিরোনাম

খুলনা, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন ও খুলনার ফুসফুস ময়ুর নদের পানি প্রবাহ নিশ্চিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা মঞ্চ ও কৃষক ফোরাম খুলনার যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার আড়ংঘাটা বাইপাস মোড়ে ফোরামের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শিক্ষা ও সাংস্কৃতি কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বিল ডাকাতিয়া স্থায়ী জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। মৃত মানুষকে দাফন ও সৎকার করতে পারছে না স্বজনরা। ডোঙ্গায় বসে বাথরুমের কাজ শেষ করতে হচ্ছে। কয়েক লাখ কৃষক বেকার জীবন যাপন করছেন। পানি খুবই ধীর গতিতে কমছে। এতে করে এবার ইরি ধানের চাষাবাদ সম্ভব নয়। ফলে এলাকার কৃষকরা চরম অর্থ সংকটে ভূগছেন।
তারা আরও বলেন, ময়ুর নদ দিয়ে বিলের পানি বের করার ব্যবস্থা করা যাবে। তবে তার আগে ময়ুর নদের পানি প্রবাহ ঠিক করতে হবে। ময়ুর নদের দখল উচ্ছেদসহ রায়ের মহল চার গেট খননসহ গেটের সংস্কার করার দাবি জানান বক্তারা।
সভায় এসব বিষয় নিয়ে আগামী রেববার কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামানের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিল ডাকাতিয়া ও ময়ুর নদের উজানের অংশ পরিদর্শন করা হয়।