শিরোনাম

মাগুরা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস):জেলায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরিতে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সাহসী, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গঠনে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে কার্যকর ভূমিকা রাখছে। এ ধরনের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা তরুণদের মেধা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. শরীফ উদ্দিন বলেন, প্রতিভা অন্বেষণ কার্যক্রম তরুণ সমাজকে গঠনমূলক ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটের কমিশনার মো. আবুল বাশার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রোভার স্কাউটরা সবসময় সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় রয়েছে।
বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন।