বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার । ছবি: বাসস

পটুয়াখালী, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে গতকাল বুধবার ঢাকার আশুলিয়া থানার দুর্গাপুর এলাকায় অবস্থিত ‘ফ্যাশন এন্ড কম’-এর সামনে অভিযান চালিয়ে আসামি জামশেদ হোসেন (৪৬) ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা এবং নুরুল হক হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।