শিরোনাম

রাজবাড়ী, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় পবিত্র শবে মেরাজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের উপ পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হেমায়েত উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. ফিরোজ আল মামুন, ফিল্ড অফিসার আব্দুর রশিদ, জেলা মডেল মসজিদের ইমাম আবু সায়ীদ তৈয়বি , শবে মেরাজের আলোচনার পাশাপাশি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
শবে মেরাজ সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন, নবী ছিলেন আমাদের অনুপম আদর্শ, সারা বিশ্বের মানুষের অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত।
বক্তারা বলেন, তায়েফের জনপদের নিষ্ঠুর মানুষরা যখন নবী (স :) কে নির্যাতন করেছিল তার পরেও তিনি সকল মানুষকে ক্ষমা করেছিলেন।
এ আলোচনায় জেলার মসজিদের প্রায় একশ ইমাম অংশ গ্রহণ করেন।