বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৫
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৬

বোয়ালখালীতে আগ্নিকাণ্ডে ৩টি গরুসহ ৩ বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরু ও গোয়ালঘরসহ ৩টি বসতঘর।  ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালী উপজেলায় গোয়াল ঘরে দেওয়া সাঁজালের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরু ও গোয়ালঘরসহ ৩ বসতঘর। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত বৃহস্পতিবার রাত ১টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী, যিশু চৌধুরীর মাটির বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

তিনি জানান, গোয়ালঘরে মশা তাড়াতে দেওয়া সাঁজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।