শিরোনাম

কুড়িগ্রাম, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৫৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল ইসলাম আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড় এলাকার মহিরউদ্দিনের ছেলে। তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম সকালে তার ছেলে নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হন। আহত নাজমুল ইসলামও সেনা সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারাইটারী এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুর রহমান নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি খোঁচাবাড়ী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।