বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । ছবি: বাসস

রাজশাহী, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু, চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন শওকত, কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ আসনে বিএনপি প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ।

এছাড়া সবক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হোদা। 

এ সময় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির খারাপ মুহূর্তে বেগম খালেদা জিয়া ঘর থেকে বের হয়ে এসে দলের হাল ধরেছিলেন। আন্দোলন, সংগ্রামে ব্যাপক ভূ’মিকা রাখেন। তিনি মাটি ও মানুষের সঙ্গে মিশে ছিলেন। তিনি মানুষের হৃদয়ের মাঝে রয়েছেন এবং থাকবেন। সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন। বেগম জিয়া আমাকে মিনু বলে ডাকতেন। এটা আমার জীবনে বড় পাওয়া। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

উপস্থিত নের্তৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানান। পরে নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।