শিরোনাম

রংপুর, জানুয়ারি ১৪, ২০২৬ (বাসস) : প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের খারুয়াবাধা গ্রামে সংগঠনের সহ-সভাপতি সুনীল সরকারের বাড়ির উঠানে আয়েজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুস সোবহান, আনওয়ারুল ইসলাম রাজু, এডভোকেট মাসুম হাসান, সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং স্বাত্ত্বিক শাহ আল মারুফ, বর্তমান সভাপতি ড. নাসিমা আকতার, সহ-সভাপতি সুনীল সরকার, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার রায়, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন ও সদস্য আব্দুল জব্বার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ছিলেন মমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী সংগঠনটির এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।