বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪১

মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহ, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন।

গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে উপজেলার নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান আজাদ মহেশপুর উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে আজাদ হোসেন নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা মহেশপুর ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।