বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ২০:৪০

ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

ঝিনাইদহ, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আজ রোববার বিকাল সাড়ে ৪টায় শহরের মোবারক আলী স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিণাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান এ মাহফিলে অংশ নেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। 

দোয়া মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিলে কালীগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেন।