শিরোনাম

সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি, ২০২৬ ( বাসস) : জেলা শহরে প্রকাশ্যে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী মো. সাকিন কে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকা জেলার সাভার থানার কালিয়াকৈর এলাকার আলফা জোন এন্ড কোম্পানী থেকে সাকিনকে গ্রেফতার করে র্যাব। সে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজির ভিতরে বসে ছিল। এসময় অজ্ঞাতনামা ৩০-৩৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে।
হত্যার ঘটনায় নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে মো. সাকিনকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জন যুবককে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মো. সাকিন পলাতক ছিলেন।