শিরোনাম

খুলনা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অধ্যাদেশে পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৯ জানুয়ারি বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।
গতকাল বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার দিন দুপুর ১২টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশ’ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-সস্ত্র, ছুরি, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন এলাকায় ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।