শিরোনাম

সাতক্ষীরা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার আশাশুনি উপজেলায় একই সড়ক দুর্ঘটনায় এক দিনের ব্যবধানে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে (হার্ট ফাউন্ডেশন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী সেলিনা খাতুন। পরদিন গতকাল বুধবার (৭ জানুয়ারি) একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বামী আব্দুর রহমানও। এর আগে গত রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দম্পতির মুন্নি খাতুন (৮) ও তন্বী খাতুন (৪) নামের দুইটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, গত রোববার কুল্যা ইউনিয়নের আরার কাদাকাটি গ্রামের নেছার উদ্দীনের ছেলে দিনমজুর আব্দুর রহমান তার স্ত্রী ও ছোট মেয়ে তন্বীকে নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১২ টার দিকে উপজেলার বাহাদুরপুর মোড়ে পৌঁছালে কুল্যার দিক থেকে আসা একটি দ্রুত গতির প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় স্বামী স্ত্রী দু’জনই গুরুতর আহত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টার দিকে আব্দুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন মারা যান। পরদিন বুধবার একই সময়ে আব্দুর রহমানও মারা গেছেন।
এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ সড়ক দুর্ঘটনায় এক দিনের ব্যবধানে স্ত্রী ও স্বামী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।