শিরোনাম

পিরোজপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার ইন্দুরকানী উপজেলায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টেডিয়ামের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল আলম। স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়ায় সম্পৃক্ত করতে আমরা দেশব্যাপী আধুনিক ক্রীড়া সুবিধা বিস্তারে কাজ করছি। এই স্টেডিয়াম ভবিষ্যতে ইন্দুরকানীর ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।