শিরোনাম

পটুয়াখালী, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দিয়েছে।
দলীয় সূত্রে আজ প্রকাশিত প্রার্থী তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে শহিদুল আলম তালুকদারকে প্রার্থী করা হয়।
দলীয় সূত্র জানায়, এ আসনে দীর্ঘদিন ধরে কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবশেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহিদুল আলম তালুকদারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দায়িত্ব প্রদান করা হয়।
মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় করছেন।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শহিদুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। তিনি বলেন, বাউফলের মানুষের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।