বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮

বেগম খালেদা জিয়া শুধু দলের নন, রাষ্ট্রের অমূল্য সম্পদ : খায়রুল কবির খোকন

নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক দোয়া ও মতবিনিময় সভা।ছবি : বাসস

নরসিংদী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু দলের নন, তিনি রাষ্ট্রেরও অমূল্য সম্পদ।

আজ নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা ওলামা দল আয়োজিত এক দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়া রাষ্ট্রের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন, তবুও মাথা নত করেননি। ইচ্ছে করলে তিনি এরশাদ বা শেখ হাসিনার সঙ্গে আপোস করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে ভালোবেসে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে কষ্ট সহ্য করে গেছেন। আজ তিনি অসুস্থ। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে নরসিংদী-১ (সদর) নির্বাচনি এলাকার বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম, ওলামা ও মাশায়েখ অংশ নেন।

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. নোমান আহমেদ, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মো. আলতাফ হোসেন, সদস্য সচিব মো. নূরুজ্জামান মোল্লা ও নরসিংদী ফতোয়া বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোস্তফা আল ফারুকী।

সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।