বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৪:৫০

কুমিল্লায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা । ছবি: বাসস

কুমিল্লা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রি, ওজনে কারচুপি ও পণ্যের মানে অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নগরীর কান্দিরপাড় এলাকায় রেলিশ শো-রুমে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত শিশু খাদ্য বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা, মালাই সুইটস অ্যান্ড বেকারিতে ৯০০ গ্রাম (২ পাউন্ড) ওজনের জন্মদিনের কেক ১৫০ গ্রাম কম পাওয়ায় ১০ হাজার টাকা এবং আরব সুইটসে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওজনে কম দেওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় ও তিন প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।