শিরোনাম
নাটোর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার সকাল দশটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় জেলা প্রশাসক বলেন, উন্নত জীবনের সোপান তৈরি করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানগত তথ্যের বিকল্প নেই। শুমারি ও চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলরা ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. শামসুল হক স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং পরিসংখ্যান কর্মকর্তা মোসা. রেহেনা পারভীন।
এর আগে কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।