শিরোনাম
ঝালকাঠি, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আশরাফুর রহমান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার বক্তব্য দেন।