শিরোনাম
পটুয়াখালী, ২০ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযানকারী দলের দুই সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় ৩ জেলেকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। তিন জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, কেশবপুর ইউনিয়নের সুলতান আকনের পুত্র জসিম আকন (৩৮) ও অসিম আকন (৪০) এবং একই গ্রামের জালাল আকনের পুত্র মো. রেজাউল আকন (৪৫)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু আটককৃত জেলেদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ বলেন, আজ ২০ অক্টোবর সকাল নাগাদ ৭৬ জন জেলেকে আটক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে ২৮ জনকে। জরিমানা করা হয়েছে ৩৫ জনকে। আর অপ্রাপ্ত বয়সি হওয়ায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ১৩ জন। নিষেধাজ্ঞার শুরু থেকে আজ পর্যন্ত সর্বমোট তিন লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৬ টি আর অভিযান পরিচালনা করা হয়েছে ৭৮টি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।