শিরোনাম
রাঙ্গামাটি, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতায় আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। আস্থা ইয়ুথ গ্রুপ রাঙ্গামাটি সদরের আয়োজনে রাঙ্গামাটি পৌরসভা ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এসব কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর পরিচালক বিপ্লব চাকমা, জেলার রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন প্রমুখ।
অভিযানের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে শহরের ডেঙ্গু প্রতিরোধসহ রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। নিজের আঙ্গিনা, দোকানের সম্মুখ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না।
নির্দিষ্ট সময় মেনে পৌরসভার ডাস্টবিনগুলোতে ময়লা ফেলার আহ্বান জানান তিনি।
পরে শতাধিক সেচ্ছাসেবী ও রাঙ্গামাটি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পৌর প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং মশার ওষুধ স্প্রে করা হয়।