শিরোনাম
টাঙ্গাইল, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল পথসভা ও গণসংযোগে নেতৃত্ব দেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ আয়োজনে সাধারণ মানুষের ব্যপক উপস্থিতি ছিল।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।