বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৩
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৩

জয়পুরহাটে বিএনপি নেতার বিনামূল্যে চক্ষু ক্যাম্প 

কালাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা । ছবি: বাসস

জয়পুরহাট, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটের কালাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 

খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই শিবিরে ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।