বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৪

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার কোরআন বিতরণ

স্বেচ্ছাসেবক দল নেতার কোরআন বিতরণ। ছবি: বাসস

নোয়াখালী, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সুস্থতা কামনায় নোয়াখালীতে কোরআন বিতরণ করা হয়েছে। 

জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তারেকের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে  কোরআনগুলো বিতরণ করা হয়।

শনিবার দুপুর থেকে আজ রোববার সকাল পর্যন্ত থেকে মাদ্রাসাতুল ঈমান ও এতিমখানা, আল কারীম ইসলামিক রিসার্চ সেন্টার এতিমখানা ও মাদ্রাসাসহ বিশটি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। অন্যদিকে, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান নোয়াখালীর জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক। দেশের দুই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ত্যাগের মাসে শিক্ষার্থীদের হাতে আল-কোরআন তুলে দিতে পেরে আনন্দিত। কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে—এটাই আমাদের প্রার্থনা।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।