শিরোনাম
টাঙ্গাইল, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতা শরিফুল ইসলাম স্বপন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ প্রচার কার্যক্রম। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। তার হাত ধরে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।