শিরোনাম
নাটোর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেটে অংশগ্রহণকারী রোভারবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টায় জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত‘স্কাউটস্ ওন’ অনুষ্ঠানে এ শপথ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার শিক্ষার্থীবৃন্দ।
জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলামের সভাপতিত্বে ‘স্কাউটস ওন’ অনুষ্ঠান সমন্বয় করেন কোর্সের টিম লীডার আব্দুল মোত্তালেব। শপথ বাক্য পরিচালনা করেন হাসলিনা কেবি। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা রোভার সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ হামদ, নাত পরিবেশন ছাড়াও চিন্তা ও কাজে নির্মল, বিনয়ী ও অনুগত, জীবের প্রতি দয়া, মিতব্যয়ীসহ রোভার স্কাউট আইনের সাথে সংগতিপূর্ণ ধর্মীয় নেতৃবৃন্দের জীবনধারায় বিভিন্ন স্মরণীয় ঘটনাপ্রবাহ উপস্থাপন করেন।
গত ১৬ অক্টোবর থেকে চারদিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়েছে। সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো, ডেন ব্যবস্থাপনা, সেফ ফ্রম হার্ম, ম্যানারস্ এন্ড এটিকেট, নেতৃত্ব উন্নয়ন, ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে।
আজ হাইকিং ও তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোভার মেট কোর্স শেষ হবে।