বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাট, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খুলনা- মোংলা রেললাইনের ফকিরহাট উপজেলার ভট্টখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ভট্টখামার গ্রামের মৃত সামাদ মিনার পুত্র।‎ 

মোংলা রেলস্টেশনের স্টেশন মাস্টার এসএম মনির আহমেদ জানান, ১৮ নম্বর রেল সেতুর পাশে নিয়ামসহ ৪ জন দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেন এলে ৩ জন নেমে গেলেও মিনা দৌড়ে সেতু পার হওয়ার চেষ্টা করছিলেন। সেতু পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ফকিরহাট থানা পুলিশ জানায়, ফকিরহাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।