বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ, ১৬ অক্টোবর, (বাসস) : জেলার শ্রীনগরে বসতঘরে আগুন লেগে অসুস্থ বৃদ্ধা সামেলা বেগম (৬৮) দগ্ধ হয়ে মারা গেছেন। নিহত সামেলা বেগম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ১১ টায় আব্দুর রাজ্জাকের বসতঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার দিন আব্দুর রাজ্জাকসহ পরিবারের অন্য সদস্যরা তার আত্মীয়ের মৃত্যুতে জানাজা দিতে পার্শ¦বর্তী টেক্কা এলাকায়  গিয়েছিলেন। গত ৩ বছর যাবৎ অসুস্থ শয্যাশায়ী সামেরা বেগম এ সময় ঘরে একা  ছিলেন। অগ্নিকাণ্ডের সময় অসুস্থ সামেরা বেগম ঘর থেকে বের হতে না  পেরে আগুনে পুড়ে মারা যান। 

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান জানান তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।