বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৭

গাইবান্ধায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বিএনপি ।ছবি: বাসস

গাইবান্ধা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচারে

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বিএনপি।

বুধবার সাঘাটা উপজেলার একাডেমী, কালিরবাজার, উদাখালি, গজারিয়া, সাঘাটা বাজার, হলদিয়া বাজার, জুমারবাড়ি, কামালের পাড়া, কচুয়া, বোনারপাড়া এবং ফুলছড়ির নয়াবন্দর রেলগেট এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃত্ব দেন।

কর্মসূচিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।