শিরোনাম
নেত্রকোণা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার খালিয়াজুড়িতে উপজেলা প্রশাসন নদী ও হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার সকাল দশটায় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের নেতৃত্বে সদর ইউনিয়নের নদী ও হাওরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে ৬৫০ মিটারের প্রায় এক লাখ টাকা মূল্যের ২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। জালগুলোর মালিক না পাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি তবে জেলেদেরকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় ধনু নদের বিভিন্ন অংশে বাঁশের খুঁটি পুতে নৌপথে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টি করায় তা অপসারণ করা হয় এবং এ বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি তথ্য নিশ্চিত করেছেন। খালিয়াজুড়ি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।